Vlookup হলো মূলত vertical lookup.
Excel এর অনেক lookup functions এর মধ‍্যে এটি একটি এবং বহুল ব‍্যবহৃত।

মূলত Vertical বলে এটিকে ব‍্যবহার করে সহজে lookup value output করা যায়।

Vlookup হলো Vertically সাজানো data থেকে যেকোনো data এর সাথে vertically match করে সেই ডাটার অন‍্য column এর value কে result আকারে নিয়ে আসার Function।



উপরের ছবিতে প্রদত্ত উদাহরনে lookup value 4 কে Table এর lookup column এর 4 এর সাথে match করে সেই lookup value এর 5th column থেকে data, Email এর ঘরে Result আকারে নিয়ে আসা হলো।

গঠন:

=VLOOKUP(value,table,col_index,[range_lookup])

Arguments:

value - এখানে Value বলতে সেই cell/অথবা data কে বোঝানো হয়েছে যা দিয়ে Lookup table এর lookup column এর সাথে match করতে হবে।

table - table বলতে সেই table কে বোঝানো হচ্ছে যেখানে vertically সাজানো data থেকে lookup column এর সাথে match করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে।


col_index - Table এর সেই  column যার থেকে result সহজে পুনরুদ্ধার করা হবে।

range_lookup - [optional] TRUE = কাছাকাছি মিল (default). FALSE = সম্পূর্ণ মিল


Available from version 2003