Excel এ Dynamic Visualization এর জন্য সবথেকে অধিক এবং কার্যকর Toll হিসেবে কাজ করে Conditional Formatting ।

এখন প্রশ্ন হলো Conditional Formatting কী?

এটি হলো একটি Automatic Formatting Tool যা কোনো নির্দিষ্ট শর্ত কোনো Cell পালন করলো সে শর্ত অনুসারে নিজেই Cell এরColor, Font ইত্যাদি পরিবর্তণ করে ফেলে। 

ধরুন, আপনি একটি Data নিয়ে কাজ করছেন যেখানে, একটি নির্দিষ্ট এলাকার অবস্থানরত লোকদের নাম, বয়স এবং পেশা অন্তর্ভুক্ত করতে হবে। আপনাকে Database টি এমনভাবে তৈরী তরতে হবে যাতে নতুন কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হবার সাথে সাথে তার বয়স যদি ৩০ এর উর্দ্ধে হয় তাহলে পুরো Row সবুজ রং দিয়ে Highlighted হবে। এই ধরনের কাজ করার জন্য আমরা Conditional Formatting ব্যবহার করে থাকি। 

আজকের পোস্টে আমরা শুধু এই Conditional Formatting এর সাথে পরিচিত হবো। পরবর্তিতে আমরা Conditional Formatting ব্যবহার করে কী কী কাজ করা যায় তা সম্পর্কে জানবো।