Fill Handle হলো একটি ছোট আয়তাকার যোগ(+) চিহ্নের মতো একটি Control Tool যা কোন একটি  Cell অথবা একাধিক Cell কে সিলেক্ট করা হলে তার নিচে দৃশ্যমান হয়।

আমরা যখন মাউসের Cursor কে সড়িয়ে Fill Handle এর উপর রাখি তখন Cursor একটি ছোট যোগ(+) চিহ্নে পরিনত হয়, যা আমরা চেপে ধরে নিচের দিকে টানতে থাকলে নিচের Cell গুলো Fill বা পূরণ করতে পারি।

Fill Handle Tool এর আচরণ সিলেক্ট কৃত Cell এর মধ্যে থাকা Data Type এর উপর ভিত্তি করে ভিন্ন হয়ে থাকে যথা:

১. সিলেক্টকৃত Cell এর যদি কোনো Formula থাকে, তাহলে উক্ত Formula Drag কৃত পরবর্তি Cell  এ Reference সহ Update হয়।

২. সিলেক্টকৃত Cell এর যদি অনির্ধারনযোগ্য প্যাটার্ণ সম্বলিত Text অথবা Number  থাকে, তাহলে  Drag কৃত পরবর্তি Cell  এ উক্ত Text অথবা Number এর Value কপি হয়।

৩. সিলেক্টকৃত Cell এর যদি নির্ধারনযোগ্য প্যাটার্ণ সম্বলিত Text অথবা Number  থাকে, তাহলে  Drag কৃত পরবর্তি Cell এ সেই প্যাটার্ণ চলমান থাকে।

Fill Handle আমাদের কাছে Autofill নামে বেশিরভাগ ক্ষেত্রে  প্রচলিত।  কিন্তু প্রকৃতঅর্থে Autofill হলো Fill Handle এর একটি অংশ।
Autofill কী এবং কিভাবে তা ব্যবহার করবো তা নিয়ে আমরা পরবর্তি Post এ আলোচনা করবো।